ইলিশ ধরায় বরগুনায় ৫ জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরগুনার পাথরঘাটায় পাঁচ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 10:35 AM
Updated : 1 Oct 2017, 10:35 AM

রোববার সকালে পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাথরঘাটার কবির খানের ছেলে মাহবুব (১৮), মো. আলী খানের ছেলে আবু হানিফ (২৭), হাসেম ফকিরের ছেলে আফজাল (৮০), কুমিড়মারা গ্রামের আব্দুস সালামের ছেলে সোহেল (১৮) ও হাতেম ফকিরের ছেলে ছালাম (৪৬)।

এছাড়া অপ্রাপ্তবয়স্ত হওয়ায় আরেকজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, রোববা সকালে বিষখালী-বলেশ্বর নদীর মোহনা থেকে তিনটি নৌকাসহ কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে।

দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে পাথরঘাটা থানার ওসি এসএম জিয়াউল হক জানিয়েছেন।

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।