ঢালাইয়ের এক ঘণ্টা পর ধসে পড়ল সেতু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি সেতু ঢালাই দেওয়ার এক ঘণ্টা পরই ধসে পড়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 12:09 PM
Updated : 24 August 2017, 12:28 PM

উপজেলার ছাতিয়ান কালিতলা গ্রামে পারুলী খালের উপর নির্মিত সেতুটি বুধবার ঢালাইয়ের পরপরই ধসে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, কুষ্টিয়া শহরের রঞ্জু নামের এক ঠিকাদার সেতুর কাজটি করছিলেন। বুধবার দুপুরের দিকে ব্রিজে সাটারিং শেষে ঢালাই দেওয়া হয়। বিকালে তা ধসে পড়ে।

কী কারণে এমনটি হয়েছে তা সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারই ‘ভালো বলতে পারবেন’ বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ ও নিম্নমানের নির্মাণ কাজের কারণে এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।

তিনি বলেন, তদন্ত করে দেখা হবে। কারো কোনো গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, চলতি অর্থ বছরে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর থেকে সেতুটি নির্মাণে ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে রঞ্জু নামের এক ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে মিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, “ঢালাই কাজ চলাকালে সাটারিং ত্রুটিতে ভেঙে কিছু অংশ ধসে পড়েছে। শর্তানুযায়ী নতুন করে ঠিকাদার নিজ খরচে বাকি কাজ করবেন।

“এখানে অনিয়ম ও গাফিলতি ছিল না।”

কাজে কোনো গাফিলতি ছিল না দাবি করে ঠিকাদার রঞ্জু বলেন, খালে বেশি পানি থাকায় বাঁশ দিয়ে যে সাটারিং দেওয়া হয়েছিল তার ভার সহ্য করতে না পেরে এ ঘটনা ঘটেছে। নতুন করে আবার কাজ শুরু করা হয়েছে।