নেত্রকোণায় আ. লীগ-বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নেত্রকোণার দুর্গাপুরে বিএনপির সদস্য সংগ্রহ চলাকালে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 12:43 PM
Updated : 4 August 2017, 12:43 PM

শুক্রবার উপজেলা সদরের ডাকবাংলোর সামনের সড়কে এই সংঘর্ষে পুলিশসহ অন্তত দশ জন আহত হয়েছেন।সংঘর্ষের পর সাত বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

আহতদের মধ্যে সহকারী পুলিশ সুপার শিবলি সাদিককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।

আটকরা হলেন- উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, তারা মিয়া, হাবিব মিয়া, রতন মিয়া, রাসেল মিয়া, ফরিদ ও সোহাগ।

দুর্গাপুর থানার ওসি খান হুমায়ুন কবীর জানান, বিএনপি কয়েকদিন ধরে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করছে। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

তিনি জানান, দুপুরে সদরের ডাকবাংলার কাছে বিএনপি মঞ্চ তৈরি করে কর্মসূচি চালানোর প্রস্তুতি নেয়। এদিকে আগে থেকে দুপক্ষের নেতা-কর্মীরা কিছুটা দুরত্ব বজায় রেখে অবস্থান নিতে থাকেন।

“এক পর্যায়ে বেলা ২টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়।”

এ সময় পুলিশ কর্মকর্তা শিবলি সাদিক আহত হন।তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই অভিযানে আটক সাতজন বিএনপি নেতাকর্মী বলেও জানান ওসি।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলসহ উপজেলা সদরে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে।