বাগেরহাটে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা থেকে একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 10:22 AM
Updated : 19 May 2017, 11:39 AM

খুড়িয়াখালি গ্রামের ফুলমিয়া হাওলাদার নামে এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে শুক্রবার সকালে অজগরটি উদ্ধার করা হয় বলে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান।,

দুপুরে সুন্দরবনের ধানসাগর স্টেশনের ধাবড়ি এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফুলমিয়া হাওলাদার বলেন,  “ভোরে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি বিশাল একটা অজগর শুয়ে আছে।”

পরে স্থানীয় বনবিভাগের কার্যালয়ে খবর দেওয়া হলে কর্মকর্তা এসে স্থানীয়দের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে বলে জানান তিনি।

অজগরটি লম্বায় প্রায় ১৪ ফুট। ওজন ২০ কেজি বলে বন কর্মকর্তা সাইদুল জানান।

তিনি বলেন, যে এলাকা থেকে অজগরটিকে ধরা হয়েছে তা একেবারেই সুন্দরবনের কাছে। রাতের কোন এক সময়ে সুন্দরবন থেকে অজগরটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।