শেরপুরে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

শেরপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2016, 07:51 AM
Updated : 31 May 2016, 07:51 AM

ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক শরীফুল ইসলাম শরীফের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে শেরপুর জেলায় সব বেসরকারি চিকিৎসাসেবায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয় শুক্রবার সকালে।

চিকিৎসকদের সংগঠন বিএমএর জেলা সভাপতি এম এ বারেক তোতা বলেন, শরীফের জামিনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছর ৬ নভেম্বর শ্রীবরদী পৌরশহরের শান ক্লিনিকে চিকিৎসক শরীফের কাছে স্তনের ফোঁড়া দেখাতে যান উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের এক গৃহবধূ।

শরীফ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক হলেও ওই ক্লিনিকেও রোগী দেখতেন। তার বাড়ি শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া গ্রামে।

ক্যান্সার না হওয়া সত্ত্বেও ঢাকার শাহবাগের মডিউল জেনারেল হাসপাতালে নিয়ে গত বছর ১৫ নভেম্বর ওই গৃহবধূর বাম স্তন অপসারণ করেন চিকিৎসক শরীফ।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্য একটি হাসপাতালে বায়োপসি পরীক্ষা করার পর স্তনে ক্যান্সার নেই বলে ধরা পড়ে।

এ ঘটনায় শরীফ ও ময়মনসিংহের সেহরা এলাকার কুণ্ডু প্যাথলজির মালিক কে কে কুণ্ডুর নামে মামলা করেন গৃহবধূর স্বামী।

কুণ্ডু প্যাথলজির পরীক্ষায় গৃহবধূর স্তনে টিউমার হওয়ার কথা বলা হয়েছিল।

মামলার পর শেরপুরের একটি ক্লিনিক থেকে গত ২০ মে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন। কে কে কুণ্ডুকে এখনও আটক করতে পারেনি পুলিশ।