গাজীপুরে বর্ষবরণের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ নামের ওই কিশোর।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2024, 03:47 AM
Updated : 1 Jan 2024, 03:47 AM

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় খ্রিষ্টীয় বর্ষবরণে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের আয়োজন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

মো. মিরাজ নামের ১৭ বছর বয়সী ওই কিশোর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে। 

কালীগঞ্জ থানার ওসি মো. মাহাতাব উদ্দিন জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা (বড়বাড়ী) গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। 

মিরাজের বড়ভাই মিনহাজের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই মো. কামাল হোসেন বলেন, “বাড়ির পাশে থার্টি ফার্স্ট নাইটের আনন্দ আয়োজন করতে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মিরাজ।” 

স্থানীয়দের সহযোগিতায় রাত পৌনে ৯টার দিকে মিরাজকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই কামাল।