সরস্বতী পূজা: বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 11:04 AM
Updated : 26 Jan 2023, 11:04 AM

সরস্বতী পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেনাপোলে আমদানি-রপ্তানি দুদিন বন্ধ থাকবে। তবে এ সময় দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজা এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে এ দুইদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।

শনিবার সকাল থেকে আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার, বেনাপোল বন্দরে পণ্য খালাস, শুল্কায়ন ও লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পণ্য খালাসের পর ভারতের খালি ট্রাক ফিরে যেতে পারবে।

বেনাপোল কাস্টমস কার্গো অফিসার সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে যাতায়াত করেনি।

ভারতে সরকারি ছুটি থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ জানান।