হবিগঞ্জে ‘ডাকাতির সময়’ ধরে জনতার পিটুনি, নিহত ১

উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা এলাকায় লাখাইয়ের সড়কে ডাকাতি ও গণপিটুনির ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 04:02 AM
Updated : 27 March 2024, 04:02 AM

হবিগঞ্জের লাখাইয়ে রাস্তায় মোটরসাইকেল থামিয়ে ডাকাতির সময় জনতার পিটুনিতে একজনের প্রাণ গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা এলাকায় এ ঘটনা ঘটে বলে ওসি মো. আবুল খায়ের জানান।

নিহত হিরাজ মিয়া (৪৫) সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে। তিনি ওই ডাকাত দলের ‘সর্দার’ বলে পুলিশের ভাষ্য।

লাখাই থানার ওসি খায়ের বলেন, “রাত ১২টার দিকে হিরাজ মিয়া দলবল নিয়ে সড়কে মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসীরা ধাওয়া দিলে দলের অন্যান্যরা পালিয়ে গেলেও হিরাজ মিয়া ধরা পড়ে। জনতার পিটুনিতে গুরুতর আহত হয় সে। “

এরপর স্থানীয়দের কয়েকজন আহত হিরাজকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হিরাজকে মৃত ঘোষণা করে।

হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে বলে ওসি খায়ের জানান।