মোটরসাইকেল নিয়ে রেলপথে, ট্রেনের ধাক্কায় নিহত স্কুলছাত্র

“ফাহাদ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ির পাশে অরক্ষিত রেলক্রসিং পার হয়ে মাঠের দিকে যাচ্ছিল।”

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2024, 01:24 PM
Updated : 28 Feb 2024, 01:24 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক স্কুলছাত্রের প্রাণ গেছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান।

নিহত ১৩ বছর বয়সী ফাহাদ হাসান ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে ও স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।

ওসি বলেন, “বাইক নিয়ে বাড়ির পাশের রেলক্রসিং পার হচ্ছিলেন ফাহাদ। পথে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

“এতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চূর্ণ-বিচুর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই ফাহাদের মৃত্যু হয়।”

পরে ফাহাদের মরদেহ গ্রামবাসী উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এলাঙ্গী মফেজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) রবিউল ইসলাম বলেন, “ফাহাদ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ির পাশে অরক্ষিত রেলক্রসিং পার হয়ে মাঠের দিকে যাচ্ছিল। সে মোটরসাইকেল নিয়ে রেললাইনে উঠলে ট্রেনটি তাকে ধাক্কা দেয়।“