এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ৩

শেরপুরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2024, 01:30 PM
Updated : 26 Feb 2024, 01:30 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে উপজেলার দহেরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে শ্রীবরদী থানার ওসি কাইয়ুম সিদ্দিকী জানান। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত বিপ্লব রহমান (১৬) জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের কাবিল মিয়ার ছেলে। সে দহেরপাড় গ্রামে নানা হাজী আব্দুল মজিদের বাড়িতে থেকে মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে লেখাপড়া করত ও এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

আটকরা হলেন- উপজেলার চরশিমুলচুরা গ্রামের মোশাররফ হোসেন নুদার ছেলে আরিফ হোসেন, একই এলাকার মোখলেস ও মনির।

পরিবারের বরাতে ওসি কাইয়ুম বলেন, “শবে বরাত উপলক্ষে রোববার রাতে বিপ্লব মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদরাসায় ওয়াজ মাহফিল শুনতে যায়। পথে তুচ্ছ ঘটনা নিয়ে আরিফ ও তার সহযোগীদের সঙ্গে বিপ্লবের কথা কাটাকাটি হয়।

“ওয়াজ শুনে রাত সোয়া ১টার দিকে বাড়ি ফেরার পথে বিপ্লবের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে বিপ্লব মারা যায় বলে জানান ওসি।

খবর পেয়ে পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি কাইয়ুম জানান, তিনজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।