১৪ দলের সঙ্গে বুধবার বৈঠকে বসছেন শেখ হাসিনা

এতে প্রতিটি দলের দুজন করে অংশ নেওয়ার কথা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2023, 06:02 PM
Updated : 18 July 2023, 06:02 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন এ জোটের নেত্রী শেখ হাসিনা।

সভায় শরিক নেতাদের যথাসময়ে উপস্থিত থাকতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু অনুরোধ জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিপ্লব বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈঠকে প্রত্যেক দল থেকে দুজন করে অংশ নেবেন।"

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালের নভেম্বরে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে ১৪ দলীয় জোটের যাত্রা শুরু হয়। আওয়ামী লীগ ১৪ দলকে বর্ণনা করে তাদের আদর্শিক জোট হিসেবে।

বর্তমানে ন্যাপ, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী), বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, গণ আজাদী লীগ, বাংলাদেশ জাসদ (আম্বিয়া) ও কমিউনিস্ট কেন্দ্র এ জোটে আওয়ামী লীগের শরিক।