ঢাকা-৫ উপনির্বাচনে বাছাইয়ে দুই প্রার্থী বাদ

ঢাকা-৫ আসনে উপনির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হয়েছেন পাঁচজন। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 07:27 PM
Updated : 20 Sept 2020, 07:27 PM

দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে রোববার ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ঢাকা-৫ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন জানিয়েছেন।

এই আসনে মোট সাতজন মনোনয়পত্র জমা দিয়েছিল। 

বাছাইয়ে বাদ পড়ছেন বাংলাদেশ কংগ্রেসের আনছার রহমান শিকদার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) লুৎফুর রহমান।

বৈধ প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহ্ উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, গণফ্রন্টের এইচ এম ইব্রাহিম ভূইয়া ও ন্যাশনাল পিপলস পার্টির আরিফুর রহমান। 

২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ উপনির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে।

গত ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য ঘোষণা করা হয়।