স্বাধীনতাবিরোধীদের নিয়ে প্রশ্নে কামাল বললেন ঐক্যের কথা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2018 02:09 PM BdST Updated: 16 Dec 2018 02:13 PM BdST
-
কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের শ্রদ্ধা নিবেদন
-
কামাল হোসেনের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের নেতারা
দুইদিন আগে জামায়াতে ইসলামী প্রসঙ্গে প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হলেও বিজয় দিবসে একই ধরনের প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ঐক্য সুসংহত করার কথা বলেছেন।
Related Stories
বুদ্ধিজীবী দিবসে গত শুক্রবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাওয়া কামাল হোসেনকে জামায়াত বিষয়ে প্রশ্ন করলে তিনি এক সাংবাদিককে ‘খামোশ’ বলে সমালোচনার মুখে পড়েন। প্রশ্নকারী সাংবাদিককে চিনে রাখারও হুমকি দেন তিনি।
ওই ঘটনায় বিভিন্ন মহলে প্রতিবাদ-সমালোচনার মুখে শনিবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন তিনি।
রোববার সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরও স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে এবার কৌশলী পথে হাঁটেন কামাল হোসেন।
তিনি বলেন, “আমরা যদি ঐক্য করি, সে ঐক্যকে সুসংহত করি- ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতাকে রক্ষা করতে হবে।
“যে কোনো দিক থেকে যদি কাজে লাগে, সেক্ষেত্রে অবশ্যই জনগণের সে শক্তি আছে, আমরা স্বাধীনতাকে রক্ষা করব।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু সরকারের মন্ত্রীও ছিলেন।
ঐক্যফ্রন্ট গঠন করে ড. কামালের গণফোরামসহ বিভিন্ন দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছে। একই প্রতীক নিয়ে ভোটে আছে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর প্রায় দুই ডজন নেতাও।

কামাল হোসেনের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঐক্যফ্রন্টের নেতারা
স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কামাল হোসেন স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখার পাশাপাশি সন্ত্রাস ও লাঠিয়ালদের রুখে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের লাখো লাখো শহীদ জীবন দিয়েছিল। তাদের মূল্যবোধে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সাথে সাথে বলতে হবে, এখানে কোনো রকমের সন্ত্রাস, জোরজবরদস্তি ও লাঠিয়ালদের ভূমিকা মেনে নেওয়া যায় না।”
কামাল হোসেন আরও বলেন, “যারা রুগ্ন রাজনীতি করে, লাঠিয়াল ব্যবহার করে, যারা কালোটাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না- এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।
“ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই স্বাধীনতা, স্বাধীনতার মূল্যবোধ- সবকিছুকে রক্ষা করব, এগিয়ে নিয়ে যাব। ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।”
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টুও ছিলেন।
-
‘গণআন্দোলনের’ আশা দেখছেন ফখরুল
-
নাগরিক ঐক্যের পর লেবার পার্টির সঙ্গে বসল বিএনপি
-
বিএনপি নেতা গৌতম চক্রবর্তীর মৃত্যু
-
যুবদলের নেতৃত্ব টুকু ও মুন্না
-
পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশ অস্থিতিশীল করতে চায় বিএনপি: কাদের
-
হামলার পরিণতি ‘শুভ হবে না’: মোশারফের হুঁশিয়ারি
-
দল নিবন্ধন: নতুনদের জন্য ৩ মাস সময়
-
‘গায়ে জ্বালা’ কেন, জানালেন ফখরুল
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন