ঝিনাইদহ বিএনপির সভায় দুই পক্ষের মারামারি

ঝিনাইদহে বিএনপির নতুন কমিটির প্রতিনিধি সভায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2017, 07:19 AM
Updated : 3 May 2017, 07:25 AM

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফেনীর সাবেক সাংসদ জয়নাল আবেদিনের (ভিপি জয়নাল) উপস্থিতিতে বুধবার সকালে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, আহতদের সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বিএনপি কর্মীরা জানান, গত জানুয়ারির শেষ দিকে জেলা বিএনপির ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণার পর থেকে সভাপতি মসিউর রহমানের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের দ্বন্দ্বের খবর আসছিল।

এর মধ্যে আসাদের অনুসারী কমিটির ১৭ জন নেতাকে প্রতিনিধি সভায় দাওয়াত না দেওয়ায় উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হরেন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জেলা বিএনপির ওই সভা শুরুর পর দাওয়াত না পাওয়া ১৭ নেতার সমর্থকরা কমিউনিটি সেন্টারের সামনে হট্টগোল শুরু করেন।

এক পর্যায়ে তারা ভিতরে ঢুকে পড়েন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। দুই পক্ষের নেতাকর্মীদের এ সময় চেয়ার তুলে পরস্পরের ওপর চড়াও হতে দেখা যায়। 

সংঘর্ষের মধ্যে বাইরে থেকে কমিউনিটি সেন্টারে ইটপাটকেলও ছোড়া হয়। এ সময় দুই পক্ষের ১৫ জন আহত হন।

ওসি বলেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার সভা শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল সাংবাদিকদের বলেন, “যারা এ হামলা চালিয়েছে, তারা বিএনপির কেউ নয়। আওয়ামী লীগের ইন্ধনে এই হামলা হয়েছে।”

তবে এ বিষয়ে অ্যাডভোকেট আসাদ বা জেলা সভাপতি মসিউরের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার দুই পক্ষের হট্টগোল আর চেয়ার ছোড়াছুড়ির কারণে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মীসভা পণ্ড হয়ে যায়।