নৌকার দুই ডজন মনোয়নপ্রত্যাশী কুমিল্লার এক আসনেই

ফরম সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরুও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 06:45 PM
Updated : 21 Nov 2023, 06:45 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনে (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নৌকার মাঝি হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৪ জন।

গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। এই চার দিনে ৩৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে; এর মধ্যে একক আসন হিসেবে কুমিল্লা-৫- এ সর্বোচ্চ সংখ্যক ফরম বিক্রি হয়েছে।

চট্টগ্রাম বিভাগের ফরম বিতরণের দায়িত্বে থাকা জিয়াউদ্দিন শিপু জানান, তাদের বুথ থেকে বুড়িচং–ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের জন্য ২৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বছর আগে মারা যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তার মৃত্যুতে কুমিল্লা-৫ আসন শূন্য হওয়ার পর উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন আবুল হাশেম খান।

এবার সেখানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় নাম লিখিয়েছেন আবদুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু। বর্তমান সংসদ সদস্য আবুল হাশেম খানও নৌকার মাঝি হতে চান।

তাদের বাইরে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাজ্জাদ হোসেন, আব্দুল বারী, এহতেশামুল হাসান ভূইয়া, আবু ছালেক (সেলিম রেজা সৌরভ), আনিসুর রহমান, দিদার মো. নিজামুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূইয়া, জাহাঙ্গীর খান চৌধুরী, আব্দুল মোমিন ফেরদৌস, আল আমিন, ওমর ফারুক, এম এ মতিন, মোকবুল হোসেন ভুইয়া, আখলাক হায়দার, আব্দুল জলিল, সোহরাব খান চৌধুরী, এম এ জাহের, শাহ জালাল, জাহানা আরা বেগম, আব্দুস সালাম বেগ, আবু তৈয়ব অপি ও আমিনুল ইসলাম।