ফুল বিজুতে বৈসাবি

চৈত্রের শেষ দুই দিন ও বাংলা নবর্ষের প্রথম দিন ‘বিজু’ উৎসব করে পাহাড়ি জনগোষ্ঠী।তিন দিনের এ অনুষ্ঠানের প্রথম দিন খাগড়াছড়িতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে বিজু, মাধবীলতা, রঙ্গনসহ নানা ফুল সংগ্রহ করেন চাকমা তরুণ-তরুণীরা। ‘ফুল বিজু’র এ উৎসবে নদীর জলে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীর উদ্দেশে প্রার্থনা করেন তারা। ছবি: সমির মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2022, 04:50 PM
Updated : 12 April 2022, 04:50 PM