ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা অর্ধ শতাধিক যাত্রী নিয়ে এমএল মর্নিং বার্ড নামের একটি লঞ্চ চাঁদপুর থেকে আসা এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায়। সোমবার দুপুর পর্যন্ত ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩০টি লাশ উদ্ধার করে ডুবুরিরা।
Published : 29 Jun 2020, 03:00 PM