বন্ধুরা, তোমাদের জন্য ছবি এঁকে পাঠিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মো. তাহমিদ ইসলাম। নিজের ছোট্ট পরিচিতিও লিখে দিয়েছে সঙ্গে। তোমরাও তোমাদের আঁকা ছবিগুলো আজই পাঠিয়ে দাও।
-
জলে ভেসে বেড়াচ্ছে দুটো রাজহাঁস, একটা রাজহাঁস এমনভাবে ডানা মেলেছে যেন এখনই উড়ে যাবে
-
এ বাড়িটি কার? কার আবার! মা-বাবাকে নিয়ে থাকার জন্য তাহমিদই এঁকেছে এমন সুন্দর বাড়ি
-
বাড়ির পাশে নদী, ঘাটে বাঁধা আছে ছইওয়ালা নৌকা, যেন ইচ্ছে হলেই ঘুরে বেড়ানো যায়
-
গাছে বাসা বেঁধেছে পাখি, একটি পাখি মিষ্টি সুরে সারাদিন ডেকে বেড়ায়
-
নদীর জলে ভেসে বেড়ায় নানা রকম মাছ। ওদের কিন্তু ফুসফুস নেই, ফুলকা দিয়ে শ্বাস নেয়
-
মো. তাহমিদ ইসলাম
-
মো. তাহমিদ ইসলামের লেখা তার পরিচিতি