শিশুদের নিয়ে

লেবানিজ কবি ও শিল্পী কাহলিল জিবরান (১৮৮৩-১৯৩১)। তার কবিতার বই ‘দ্য প্রফেট’ (১৯২৩) এর একটি কবিতা 'অন চিলড্রেন'।

রাব্বী আহমেদরাব্বী আহমেদমূল: কাহলিল জিবরান
Published : 15 August 2022, 06:30 AM
Updated : 15 August 2022, 06:30 AM

তোমাদের শিশুরা ঠিক তোমাদের শিশু নয়,

জীবনের প্রতি জীবনের যে প্রবল পিপাসা— ওরা তার-ই বংশধর।

যদিও তোমাদের মাধ্যমে ওরা পৃথিবীতে আসে,

কিন্তু তোমাদের ইচ্ছা পূরণের জন্য নয়।

তোমাদের সঙ্গে ওরা থাকতে পারে,

তবু ওদের উপর তোমাদের কোন কর্তৃত্ব নেই।

তোমরা শুধু পারো তোমাদের স্নেহ-মমতাটুকু

ওদের দিতে, কিন্তু তোমরা তোমাদের চিন্তা

ওদের উপর চাপাতে পারো না।

ওদেরও নিজস্ব ভাবনা রয়েছে,

তোমাদের সঙ্গে তা না-ও মিলতে পারে।

তোমরা ওদের শরীরকে একটা আবাস দিতে পারো,

কিন্তু ওদের সত্তাকে নয়।

ওদের সত্তা থাকে- অনাগত ভবিষ্যতের এক নির্জন নীড়ে,

তোমরা সেখানে কোনদিনও পৌঁছাতে পারবে না,

এমনকি স্বপ্নের ভেতরেও না।

তোমরা ওদের মতো হওয়ার প্রবল চেষ্টা করতে পারো,

কিন্তু তোমরা যে-রকম— ওদেরকে সে-রকম মানুষ

হিসেবে তৈরি করতে যেও না।

কারণ জীবন তো এমন, যে কখনও পেছনে ফিরে যায় না,

কিংবা গতকালের অপেক্ষাতেও সে থাকে না।

তুমি সেই ধনুক— আর তোমার শিশুরা ক্ষিপ্র তীর,

তোমার থেকেই তারা এগিয়ে যাচ্ছে সামনে,

অন্তহীন পথের উপর যে দাগ দেওয়া আছে

তীরন্দাজের দৃষ্টিও তার উপর।

এবং তিনি (পালনকর্তা) তার অসীম ক্ষমতায়

তোমাকে আনত করেন— যেন তার (পালনকর্তার) তীর

দুরন্ত গতিতে এগিয়ে যেতে পারে।

কিন্তু তীরন্দাজের হাতে তোমার এ প্রণতি হোক

নিছক আনন্দের জন্য— উড়ন্ত একটা তীরও

তিনি যেভাবে ভালোবাসেন,

সেভাবেই ভালোবাসেন একটি সুস্থির ধনুক।

কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!