দ্বিতীয় ও তৃতীয় সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৬ ও ২০২৭ সালের ডিসেম্বরে।
Published : 10 Feb 2024, 03:34 PM
আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ৯ সেপ্টেম্বর। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমা ওই বছর বলিউডের সবচাইতে বেশি উপার্জনকারী সিনেমা।
সিনেমা মুক্তির এক বছর পূর্তি উপলক্ষে শনিবার নির্মাতা অয়ন একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রাম শেয়ার করেছেন, যা সিনেমার বাকি দুই সিক্যুয়েলের প্রাথমিক ধারণার আর্টওয়ার্ক।
ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “বেশ কয়েকমাস ধরে ‘ব্রহ্মাস্ত্র-২’ ও ‘ব্রহ্মাস্ত্র-৩’ নিয়ে কাজ চলছে। তাই ব্রহ্মাস্ত্র টিমের এ বিশেষ দিনে, আমাদের অনুপ্রেরণা যোগানো বেশ কয়েকটি ছবি ভাগ করে নিলাম।”
বেশ কয়েক মাস আগেই নির্মাতা জানান, একই সঙ্গে দুই সিক্যুয়েলের শুটিং সারবেন তারা। পরিকল্পনা অনুযায়ী সব হলে, দ্বিতীয় ও তৃতীয় সিক্যুয়েল মুক্তি পাবে ২০২৬ ও ২০২৭ সালের ডিসেম্বরে।
রণবীর-আলিয়া ছাড়াও ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ তে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও মৌনি রায়। সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ খান ও নাগার্জুন। সংবাদ সূত্র: পিংকভিলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)