পুতুলনাট্য দিবসে ব্রাহ্মণবাড়িয়ার চম্পা পেলেন গুণীজন সম্মাননা

বিশ্ব পুতুলনাট্য দিবসে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে চম্পা বেগমের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2024, 12:58 PM
Updated : 22 March 2024, 12:58 PM

শিশু-কিশোরদের বয়োসন্ধিঃকালীন নানা সমস্যার বিষয়ে পুতুলনাচের মাধ্যমে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ায় গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার চম্পা বেগমকে।

বিশ্ব পুতুলনাট্য দিবসে বৃহস্পতিবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে চম্পা বেগমের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। 

এক বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, চম্পা ‘ঝুমুর বীণা পুতুলনাচ’ এর সত্ত্বাধিকারী। তিনি পুতুলনাট্য প্রদর্শনীর মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন। পুতুলনাট্যে বিশেষ অবদানের স্বীকৃতিতে এ সম্মাননা দেওয়া হল তাকে।

অনুষ্ঠানে পুতুলনাট্যের উপর আলোচনা করেন গোলাম সারোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক রশীদ হারুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

পুতুলনাট্যের প্রসারে এবং সংস্কৃতির মাধ্যম হিসেবে একে ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী ভুমিকা তুলে ধরেন লিয়াকত আলী।

অনুষ্ঠানে ঢাকা পাপেট থিয়েটারের পরিবেশনায় ‘দুষ্টু রাখাল’ পুতুলনাট্যের প্রদর্শনী হয়।