বিশ্বকাপের উন্মাদনা নিয়ে ‘ফেয়ার প্লে’

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনাকে তুলে ধরতে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ নাটক ‘ফেয়ার প্লে’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2018, 11:56 AM
Updated : 26 May 2018, 11:56 AM

এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান। তাদের একজন ব্রাজিল সমর্থক অন্যজন আর্জেন্টিনার। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

লেখক ও নাট্যকার পলাশ মাহবুবের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

জাহিদ হাসান বলেন, “আমাদের দেশে নাটকের বাজেট কমে গেছে বলে নির্মাতাকে বাধ্য হয়েই অনেক চরিত্র কমিয়ে ফেলতে হয়। কিন্তু এই নাটকটিতে এমন কিছু করা হয়নি। অনেকদিন পর পারিবারিক আবহের একটা নাটকে অভিনয় করলাম।”

তার সঙ্গে আরও খানিকটা যুক্ত করলেন তিশা, “নাটকে অনেক বেশি চরিত্র আছে;-যেমন বাবা, মা, ভাই-বোন; এমনকি বোনের স্বামী-বাচ্চাও আছে। সেকারণে নাটকটি ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। আশা করছি নাটকটি বেশ জনপ্রিয়তা পাবে।”

চঞ্চল চৌধুরী বলেন, “পলাশ মাহবুবের লেখায় চমৎকার উইট থাকে, গল্প থাকে। এ জন্যই নাটকটি করা। তাছাড়া নাটকটিতে এক ধরণের পজিটিভ ভাইব রয়েছে। এটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সময় খেলার পাশাপাশি নাটকটিও সবাই উপভোগ করবে বলেই আমার বিশ্বাস।”

‘ফেয়ার প্লে’ নাটকে জাহিদ-তিশা-চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ আরও অনেকে। 

নাটকটি ঈদের প্রথম সাতদিন প্রচারিত হবে বাংলাভিশনে।