এই গানটি দিয়েই লগ্নজিতার উত্থান হলেও সেটি বহুবার গাওয়ার ফলে একঘেয়ে হয়ে গিয়েছে লগ্নাজিতর কাছে।
Published : 16 Feb 2025, 12:15 PM
কলকাতার ‘চতুষ্কোণ’ সিনেমায় দেড় দশক আগে প্রথম শোনা গিয়েছিল ‘বসন্ত এসে গেছে’ শিরোনামের গানটি। সেই থেকে ওপার বাংলার গণ্ডি পেরিয়ে এপার বাংলাতেও দারুণ সাড়া ফেলে গানটি। তবে এখন আর ওই গানটি কোনো অনুষ্ঠানে গাইতে ‘ভালো লাগে না’ বলে জানিয়েছেন এর শিল্পী পশ্চিমবঙ্গের লগ্নাজিতা চক্রবর্তী।
এই গানটি দিয়েই লগ্নজিতার উত্থান হলেও সেটি বহুবার গাওয়ার ফলে ‘একঘেয়ে হয়ে গিয়েছে’ গায়িকার কাছে।
বিষয়টি নিয়ে কলকাতার আরেক সংগীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক পডকাস্টে আলাপ করেছিলেন লগ্নজিতা। এই বসন্তে এসে ওই পডকাস্টটি নতুন করে ফের সামনে এসেছে বলে লিখেছে হিন্দুস্তান টাইমস বাংলা।
লগ্নজিতা বলেন, “আমার বসন্ত এসে গেছে গাইতে আর ভালো লাগে না। কতদিন যে গাইতে হবে!”
এই গানটি লিখেছেন কলকাতার শিপী অনুপম রায়, সুরও তারই করা; ‘বসন্ত এসে গেছে’ অনুপমের কণ্ঠেও শোনা গেছে।
‘চতুষ্কোণ’ মুক্তির পর গানের শো, টেলিভিশনের অনুষ্ঠানসহ ঘরোয়া আসরেও শ্রোতাদের অনুরোধে লগ্নজিতাকে এই গানটি গেয়ে শোনাতে হয় বলে ভাষ্য এই গায়িকার।
তবে সুরজিৎ বলেছেন ওই গানটি লগ্নাজিতার ‘লক্ষ্মী’; লগ্নজিতা যতদিন বেঁচে আছেন ততদিন তাকে ওই গানটি গেয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সুরজিৎ।
‘বসন্ত এসে গেছে’ ছাড়াও লগ্নজিতার সাড়া তোলা গানগুলোর মধ্যে আছে ‘হৃদয়ের রং’, ‘বেহায়া’, ‘প্রেমে পড়া বারণ’, ‘এভাবে গল্প হোক’ গানগুলো।
তবে এই গানটির প্রতি কৃতজ্ঞ লগ্নজিতা। এর আগে এক সাক্ষাৎকারে লগ্নজিতা বলেছিলেন, সৃজিত মুখার্জি যদি তার পরিচালনায় ‘চতুষ্কোণ’ সিনেমায় এই গানটি না রাখতেন বা অনুপম যদি গানটি তৈরি না করতেন, তাহলে হয়ত গানের ক্যারিয়ারটাই তার দাঁড়াত না।