অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে সাতটি অস্কার জিতে নেওয়া ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটি তৈরি হয়েছে মাত্র ২ কোটি ডলারে। বিবিসি জানিয়েছে, মহামারীরকালে একটি ঘরের ভেতর ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করে পাঁচশর বেশি চোখ ধাঁধানো ভিজুয়াল তৈরি করে নিয়েছিল সিনেমার পাঁচজনের একটি দল। তাদেরই একজন ইথান ফেল্ডবাউ জানিয়েছেন, সময়ের সল্পতা, উন্নত কম্পিউটার ও দক্ষতার অভাবে অ্যাডোব আফটার ইফেক্টস ও ব্লেন্ডারের মত ওপেন-সোর্স থ্রি ডি গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করেই বেশির ভাগ টুডি ইফেক্ট তৈরি করেছেন তারা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার বসেছিল অস্কারের ৯৫তম আসর। এবার জয়জয়কার ছিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’র। দুটি পুরস্কার জিতেছে ভারতের সিনেমা।