ডিজিটাল বিনোদন মাধ্যম টফি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
Published : 21 Mar 2024, 11:03 AM
দুই বছর আগে মুক্তি পাওয়া রায়হান রাফির মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'দামাল' এবার আসছে ওটিটিতে।
ডিজিটাল বিনোদন মাধ্যম টফি জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই তাদের প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
২০২২ সালে সিনেমা হলে মুক্তির পর ‘দামাল’ প্রশংসা কুড়ায়। দুই বছর পর টফির সৌজন্যে ‘দামাল’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
দেশের সকল মোবাইল নেটওয়ার্ক থেকে দর্শকরা টফিতে সিনেমাটি উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
মুক্তিযুদ্ধ চলাকালে দেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরি করতে ও মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের জন্য গঠিত হয়েছিলো স্বাধীন বাংলা ফুটবল দল। এই চলচ্চিত্রে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সংশ্লিষ্ট ঐতিহাসিক কিছু ঘটনা তুলে ধরা হয়েছে।
শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনারের মত জনপ্রিয় অভিনেতারা এ সিনেমায় অভিনয় করেছেন।
টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “দামাল চলচ্চিত্রটি স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের ফুটবলারদের গৌরব ও সাহসিকতার একটি ঐতিহাসিক দলিল। আমরা টফির দর্শকদের, বিশেষ করে ইতিহাস ও খেলাধুলায় আগ্রহী তরুণদের জন্য স্বাধীনতার মাসে টফিতে ‘দামাল’ উপভোগ করার সুযোগ করে দিতে পেরে অত্যন্ত আনন্দিত।”