চট্টগ্রামে সব নিবন্ধিত বার, মদের দোকানও ২৪ ঘণ্টা বন্ধ রাখতে বলা হয়েছে।
Published : 31 Dec 2023, 12:11 AM
পতেঙ্গা ও পারকি সৈকতে দর্শনার্থী অবস্থানে কড়াকড়ি আরোপ করে চট্টগ্রামে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে ১৩ ধরনের নির্দেশনা দিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত এ দুই সমুদ্র সৈকতে গেলে ভ্রমণকারীদের এসব নির্দেশনা মানতে হবে।
একই সঙ্গে বাড়ির বাইরে বা ছাদে কোনো অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
শনিবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় রোববার থার্টি ফার্স্ট নাইটে ফ্লাইওভার, রাস্তা, উন্মুক্ত স্থান ও ভবনের ছাদে কোনো ধরনের জমায়েত কিংবা অনুষ্টানের আয়োজন না করা, আতশবাবাজি, পটকা ফোটানো এবং ফানুশ ওড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সব নিবন্ধিত বার, মদের দোকান বন্ধ রাখতেও বলা হয়েছে।
নির্দেশনায় হোটেলে ডিজে পার্টির নামে কোনো জায়গা বরাদ্দ ও ভাড়া না দিতে এবং সকল অনুষ্ঠানে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।