বন্দরে নিলামের কন্টেইনারে ৪ এয়ার গান

ব্যাগেজ রুলের আওতায় ব্যক্তিগতভাবে আনা পণ্যের কন্টেইনারে ছিল এসব অস্ত্র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2022, 08:05 PM
Updated : 11 Sept 2022, 08:05 PM

চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য একটি কন্টেইনার পরীক্ষার সময় চারটি এয়ার গান পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার ব্যাগেজ রুলের আওতায় ব্যক্তিগতভাবে আনা পণ্যের কন্টেইনার থেকে এসব অস্ত্র পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. মাহফুজ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তবে এসব এয়ারগান আসল না নকল তা পরীক্ষা করে দেখা হবে। ব্যাগেজ রুলের আওতায় কন্টেইনারটি এসেছিল। ব্যক্তিগত পর্যায়ে কন্টেইনারভর্তি এসব পণ্য আনা হয়।

তিনি বলেন, এটি দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে ছিল। এটি খালাসের জন্য বিল অব এন্ট্রিও দাখিল হয়নি। সেকারণে কন্টেইনারটি নিলামে তোলার আগে পরীক্ষা করার সময় সেখানে এয়ারগানগুলো পাওয়া যায়।

ব্যাগেজ রুলের আওতায় বিদেশে থাকা ব্যক্তিরা সেখান থেকে তাদের ব্যবহৃত পণ্য নিয়ে আসতে পারেন। ওই নিয়ম অনুযায়ী কয়েকজন ব্যক্তির পণ্য ওই কন্টেইনারে ছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিলামযোগ্য কন্টেইনারে এয়ারগান পাওয়া গেছে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।