এর আগে বন্দরনগরীতে এক দিনে ২০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 08 Feb 2025, 08:57 PM
চট্টগ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর সদরঘাট এলাকা থেকে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য দেন ডবলমুরিং থানার ওসি রফিক আহম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শুক্রবার রাতে রেখা আলমকে ৫৪ ধারায় আটক করা হয়। শনিবার তাকে আদালতে নেওয়া হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
রেখা আলমের বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
রেখা আলম চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের দুইবারের কাউন্সিলর ছিলেন। তিনি প্যানেল মেয়রেরও দায়িত্ব পালন করেন।
এর আগে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাইলসহ ২০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে নগর পুলিশ।