সীতাকুণ্ডের কেওড়া বনে মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে পূর্ণ বয়স্ক একটি ডলফিনের মৃতদেহ পেয়েছেন বন বিভাগের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2021, 09:47 AM
Updated : 20 August 2021, 09:47 AM

শুক্রবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাতচর এলাকায় সমুদ্র তীরবর্তী সংরক্ষিত উপকূলীয় বনে ডলফিনটিকে পড়ে থাকতে দেখা যায়।

উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কর্মকর্তা এইচ এম জলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা টহলে গিয়ে ডলফিনটির সন্ধান পেয়েছি। কেওড়া বনের ভিতরে সেটি পড়েছিল।”

প্রায় সাড়ে ছয় ফুট দীর্ঘ ডলফিনটির ওজন দুই মনের বেশি বলে বন কর্মকর্তা জলিলুর রহমান জানান।

তিনি বলেন, “ধারণা করছি, পাঁচ-সাতদিন আগেই সাগরে ডলফিনটি মারা গেছে। পরে ভেসে এসেছে। পঁচে দুর্গন্ধ বের হচ্ছিল। সেটা সেখানেই মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কোনো নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।”

এর আগে গত বছরের ২৬ মে সীতাকুণ্ডের কুমিরা উপকূলে আরেকটি পূর্ণ বয়স্ক মৃত ডলফিন ভেসে এসেছিল।

আগেও বিভিন্ন সময় বঙ্গোপসাগর থেকে সীতাকুণ্ড উপকূলে মৃত ডলফিন ভেসে আসার বিষয়টি জানিয়েছেন স্থানীয়রা।