জেনারেল হাসপাতাল পরিদর্শনে নওফেল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন কোতোয়ালী আসনের সাংসদ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 03:16 PM
Updated : 19 July 2020, 03:16 PM

রোববার চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া অন্যতম প্রধান এই হাসপাতালটি পরিদর্শনে যান তিনি।

এসময় জেনারেল হাসপাতালের নবনির্মিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট, অক্সিজেন লাইন এবং রোগীদের বেডের সংস্কার কাজের অগ্রগতি ঘুরে দেখেন নওফেল।

পরিদর্শনের সময় শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সামগ্রী যুক্ত হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে সাধারণ রোগীদের অক্সিজেন সমস্যা খুব দ্রুত মিটবে। করোনা চিকিৎসায় আরও বেশি সুফল পাবেন রোগীরা।”

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান শিক্ষা উপমন্ত্রী।

এছাড়া তিনি চিকিৎসা সেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যকর্মীদেরও খোঁজ নেন।

এসময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন।

মার্চ মাসে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে প্রথম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা শুরু হয়।

সেসময় এই হাসপাতালে কোনো আইসিইউ শয্যা ছিল না। পরে এই হাসপাতালে আইসিইউ শয্যা বরাদ্দ ও স্থাপনে উদ্যোগী হন স্থানীয় সাংসদ নওফেল।

এছাড়া হাসপাতালটিতে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ৩৬ জন কর্মচারীর প্রণোদনার জন্য তিন লাখ টাকাও দেন।