করোনাভাইরাসে চট্টগ্রাম আ. লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একজন আওয়ামী লীগ নেতা ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 06:31 PM
Updated : 26 May 2020, 06:31 PM

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চট্টগ্রামের সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরী মারা যান বলে তার নিকটা আত্মীয় ফরহাদ উদ্দিন আহমেদ বাবু জানিয়েছেন।

মাজহারুল ইসলাম চৌধুরী (৬৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর। স্থগিত হয়ে যাওয়া সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি। তিনি চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালকও।

মাজহারুল ইসলাম নগরীর পূর্ব মাদারবাড়ি মালুম বাড়ি এলাকার বাসিন্দা। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফরহাদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাজহারুল ইসলাম। ছয় দিন আগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার করোনাভাইরাস পজিটিভ আসলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর রাতে তিনি মারা যান।

তার মরদেহ দাফনের জন্য চট্টগ্রামে আনা হচ্ছে।