গরু হাটে রেখে ইয়াবা নিয়ে ফেরার পথে ধরা

কুষ্টিয়া থেকে আনা গরু হাটে রেখে ইয়াবা নিয়ে ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়েছেন এক ট্রাকচালক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 08:40 AM
Updated : 5 August 2019, 08:40 AM

নগরীর দেওয়ান হাট এলাকা থেকে রোববার রাতে ১০ হাজার ইয়াবাসহ ট্রাকটি আটক করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির।

গ্রেপ্তার রশিদুল ইসলামের (৪০) বাড়ি কুষ্টিয়ায়।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “রশিদুল তার ট্রাকে করে ‍কুষ্টিয়া থেকে চট্টগ্রামে গরু এনেছিলেন। কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক এলাকায় হাটে গরু রেখে ফেরার পথে ইয়াবা পাচার করছিলেন।”

রাতে গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাকটি আটক করে জানান তিনি।

অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের এএসআই সন্তু শর্মা বলেন, “রশিদুল মইজ্জ্যার টেকে গরু রেখে কক্সবাজারের উখিয়া উপজেলার পানিরছড়া এলাকায় যায়। সেখান থেকে ইয়াবা সংগ্রহ করে।”

তিনি বলেন, “আমাদের কাছে সংবাদ ছিল খালি ট্রাকে করে ইয়াবা পাচার হচ্ছে। সে সংবাদের ভিত্তিত রাতে চাক্তাই এলাকায় ট্রাকটিকে থামানোর সংকেত দিলে রশিদুল না থামিয়ে দ্রুত চলে যায়। মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে দেওয়ান হাট এলাকায় ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটক করা হয়।”

পরে তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান এএসআই সন্তু।

চালক রশিদুলের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা হয়েছে।