পূজা পরিষদের নেতৃত্বের দ্বন্দ্বে খুন হন বিশু

পূজা কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে নগরীর সাগরিকা শিববাড়ি এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় বিশু কুমার ধরকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2018, 02:32 PM
Updated : 12 Oct 2018, 02:32 PM

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি

এ ঘটনায় অভিযুক্ত শিমুল ধর বাবুকে (৩০) গ্রেপ্তারের পর পুলিশকে এ তথ্য দিয়েছে।

শুক্রবার ভোর রাতে নগরীর খুলশী এলাকা থেকে পাহাড়তলী থানা পুলিশ শিমুলকে গ্রেপ্তার করে।

শিমুল দক্ষিণ কাট্টলী বণিক পাড়া এলাকার মৃত গোপাল কৃঞ্চ ধরের ছেলে। নগরীর হাজারী গলিতে শিমুলের একটি স্বর্ণের দোকান রয়েছে।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং তার বাসা থেকে রক্তাক্ত জামাকাপড় উদ্ধার করা হয়।

শিমুলের বাড়ি থেকে উদ্ধার করা রক্তমাখা কাপড়

তিনি বলেন, পাহাড়তলী থানা পূজা পরিষদের নেতৃত্ব নিয়ে বিশুর সাথে শিমুলের দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগে পূজা পরিষদের সাধারণ সম্পাদক হওয়ার চেষ্টা করে শিমুল বিফল হয়।নিহত বিশু অপর প্রার্থীর পক্ষে কাজ করেছিল।

“এজন্য ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে সাগরিকা শিববাড়ি এলাকায় লক্ষী মহাজন বাড়ির পাশে নির্জন এলাকায় বিশুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শিমুল।”

ওই এলাকার একটি বাসা থেকে টিউশনি করে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বিশু কুমার ধর। তিনি পাহাড়তলী থানা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক। 

হত্যকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বুধবার নগরীর তামাকুমণ্ডি লেইন থেকে ৫০০ টাকায় কিনেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন শিমুল।