বাস থেকে ফেলে ‘হত্যা’: চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বাস থেকে ফেলে দিয়ে এক যুবককে পিষে মারার অভিযোগে চালক ও সহকারীর বিরুদ্ধে হত্যা মামলা করেছে পরিবার।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2018, 07:00 AM
Updated : 29 August 2018, 07:00 AM

নিহত রেজাউল করিম রনির মামা আব্দুর রহমান মঙ্গলবার গভীর রাতে আকবর শাহ থানায় ওই মামলা দায়ের করেন।

সেখানে বাস চালক দিদারুল আলম ও সহকারী মো. মানিককে আসামি করা হয়েছে বলে আকবর শাহ থানার এস আই মো. তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, মামলার এজাহারে ফৌজদারি দণ্ডবিধির ৩০২ (খুন), ৩২৫ (স্বেচ্ছায় গুরুতর আঘাত করা) এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে আসমিদের বিরুদ্ধে।  

ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে গত সোমবার দুপুরে কালীর হাট এলাকায় রেজাউল করিম রনিকে নিউ মার্কেটগামী ৪ নম্বর রুটের সিটি সার্ভিস বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপর তাকে চাকায় পিষে বেশ খানিকটা এগিয়ে যান চালক।

পরে বাসের যাত্রীদের প্রতিবাদের মুখে চালক ও তার সহকারী দুজনেই পালিয়ে যান। ওই ঘটনার পর স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

রনি ছিলেন আমেরিকা প্রবাসী অলি উল্লার ছেলে, তাদের বাসা কালীর হাট এলাকায়। দেড় বছর বয়েসী একটি কন্যা সন্তান রয়েছে রনির।