চট্টগ্রামে যুবককে বাস থেকে ফেলে চাপা দেওয়ার অভিযোগ

ভাড়া নিয়ে বিতণ্ডার জেরে চট্টগ্রামে এক যুবককে বাস থেকে ফেলে দিয়ে পিষ্ট করার অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2018, 11:58 AM
Updated : 27 August 2018, 01:19 PM

রেজাউল করিম রনি

সোমবার সিটি গেইট সংলগ্ন কালীর হাট এলাকায় এ ঘটনার পর স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

নিহত রেজাউল করিম রনি (৩৫) কালীর হাট এলাকার বাসিন্দা।

তিনি আমেরিকা প্রবাসী অলি উল্লার ছেলে। তার দেড় বছর বয়েসী একটি কন্যা সন্তান রয়েছে।

মো. রাজু নাম স্থানীয় এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কাজে রনি সীতাকুণ্ডের কুমিরা গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাসে ভাড়া নিয়ে সহকারীর সঙ্গে বিতণ্ডা হয় রনির।

এক পর্যায়ে বাস থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে তাকে চাপা দেওয়া হয় বলে অভিযোগ তার।

স্থানীয়রা রনিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমীর জানান।

ঘটনার বিষয়ে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়া বলেন, “আমরা দুই ধরনের অভিযোগ পেয়েছি স্থানীয়দের কাছ থেকে। কেউ বলছে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে চাপা দেওয়া হয়।

“আবার অনেকে বলেছে বিতণ্ডার জেরে রনি বাড়ির কাছে বাস থেকে নেমে সেটিকে দাঁড় করানোর চেষ্টা করেছিল। তখন চালক তাকে চাপা দিয়ে চলে যায়।”

পুলিশ বিষয়টি খতিয়ে দেখছি জানিয়ে পুলিশ কর্মকর্তা উৎপল বলেন, বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।  

তিনি জানান, ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

এসময় ২০ মিনিটের মতো সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান পরিদর্শক উৎপল।