সাংবাদিক মঈনুল আলম আর নেই

প্রবীণ সাংবাদিক মঈনুল আলম মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2018, 06:44 PM
Updated : 19 June 2018, 06:46 PM

কানাডার টরন্টোতে মঙ্গলবার ভোরে মঈনুল আলম মারা যান বলে তার চাচাত ভাই মওদুদুল আলম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন প্রবাস জীবনে থাকা মঈনুল আলমের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

প্রবাস জীবনের আগে দীর্ঘদিন চট্টগ্রামে সাংবাদিকতা করা মঈনুল আলম দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করেন।

ইস্টার্ন এক্সামিনার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মঈনুল আলম ইউনিটি পত্রিকায়ও কাজ করেন।

এর বাইরে চট্টগ্রাম থেকে প্রকাশিত কনজ্যুমার ইকোনোমিস্ট, দৈনিক জমানা পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি ‘কলমের সৈনিক’সহ বেশ কয়েকটি বইয়ের রচয়িতা। সাহিত্যিক মাহবুবুল আলমের তৃতীয় ছেলে মঈনুল আরেক সাহিত্যিক ওহীদুল আলমের মেয়ে জামাই।

মঈনুল আলমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের সহ-সভাপতি শহীদুল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক যৌথ বিবৃতিতে শোক জানিয়েছেন।