চট্টগ্রামে আধিপত্যের সংঘাতে যুবক খুন

মারামারির ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন; পুলিশ দুইজনকে আটক করেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2024, 06:37 AM
Updated : 14 March 2024, 06:37 AM

চট্টগ্রাম নগরীর হামিদচর এলাকায় আধিপত্যের সংঘাতে এক যুবক খুন হয়েছে।

বুধবার গভীর রাতে চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক সংলগ্ন হামিদচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মো. রিয়াদ (২৬) হামিদচর এলাকায় কর্ণফুলী নদী তীরবর্তী ‘রিভার ভিউ’ রেস্তোরাঁর ব্যবস্থাপক ছিলেন।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব বিরোধের জেরে হামিদচর এলাকার বাসিন্দা ইকবাল ও বাবলুর সমর্থকরা রাত ১টার দিকে সংঘর্ষে জড়ায়।

“বাবলুর লোকজনের হামলায় গুরুতর আহত অবস্থায় রিয়াদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।”

মারামারির ওই ঘটনায় বাবলুসহ আরও অন্তত সাতজন আহত হয়েছেন। পুলিশ চিকিৎসাধীন বাবলুসহ দুইজনকে আটক করেছে বলে জানান ওসি।

স্থানীয়রা জানান, ইকবাল পারিবারিকভাবে পোশাক কারখানার ঝুট ব্যবসায় জড়িত। তাদের পরিবার ওই এলাকায় বেশ কিছু জমি কিনে সেখানে রেস্তোরাঁ ব্যবসা শুরু করে। তারা সেখানে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করায় ক্ষুব্ধ ছিলেন বাবলু।

সপ্তাহ খানেক আগে ইকবালের অনুসারী এক যুবককে মারধর করেন বাবলু। মামলা হলে কিছুদিন পলাতক থেকে কয়েকদিন আগে এলাকায় ফেরেন বাবলু। বুধবার রাতে রাস্তায় বাবলুকে দেখে লোকজন নিয়ে পথরোধ করেন ইকবাল।

ওই খবর শুনে বাবলুর অনুসারীরা জড়ো হয়ে রিভার ভিউ রেস্তোরাঁ এবং ইকবালের লোকজনের ওপর হামলা শুরু করে। দুই পক্ষের মারামারিতে ইকবালের চাচাসহ উভয়পক্ষের সাতজন আহত হন।

ওসি জাহিদুল কবীর বলেন, রাতে মারামারির খবর শুনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে বাবলুসহ কয়েকজন চান্দগাঁও শমসের পাড়া এলাকায় বেসরকারি একটি হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনা নিয়ে ইকবাল বা বাবলুর বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।