গ্রেপ্তার আব্দুল্লাহ আল হামিমকে ‘ছাত্রলীগ কর্মী’ বলা হয়েছে মামলার এজাহারে।
Published : 21 Jan 2025, 09:04 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও তার সহযোগীদের ওপর হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাউজান উপজেলা সম্মেলন কক্ষে সোমবার রাতের ওই ঘটনার পর করা মামলায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল হামিমকে ‘ছাত্রলীগ কর্মী’ বলা হয়েছে মামলার এজাহারে। তিনি রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিমের ছেলে ফারাজ করিমের গঠন করা সংগঠন ‘সেন্ট্রাল বয়েজ অব রাউজান’ এর সদস্য।
রাউজান উপজেলা মিলনায়তনে ‘গণঅভুত্থ্যান উত্তর বাংলাদেশ’ শিরোনামে একটি আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক রাফিসহ ছাত্রনেতাদের অনেকে ছিলেন।
মামলার এজাহারে বলা হয়, হামিমের নির্দেশে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে রাফি ও নারী কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ছাত্রলীগ কর্মী হামিম গত ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।
ওসি বলেন, বৈঠকে হামলার ঘটনায় সোমবার গভীর রাতে একটি মামলা হয়েছে। সেখানে চারজনের নামসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়। পরে হামিম নামে একজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।