এই কেন্দ্র থেকে বিদেশে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সব তথ্য পাওয়া যাবে।
Published : 13 Nov 2024, 07:28 PM
চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যান্টি ট্রাফিকিং ইনফরমেশন সেন্টার’ চালু হয়েছে।
বুধবার কেন্দ্রটিও উদ্বোধন করা হয়।
এই কেন্দ্র থেকে বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা বিদেশে যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সব তথ্য পাবেন।
নগরীর আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ এ জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে উনরক ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ইউএসএআইডির অর্থায়নে ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যান্টি ট্রাফিকিং ইনফরমেশন সেন্টার’ (এমটিআইসি) এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “এই তথ্য কেন্দ্র বিদেশগামী মানুষের জন্য খুবই সহায়ক হবে। কারণ সাধারণ মানুষ জানে না বিদেশে যেতে হলে কোথায় গিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।
“এ কেন্দ্র চালু হওয়ার ফলে মানুষ বিপদের হাত থেকে রক্ষা পাবে এবং মানব পাচার রোধ হবে।”
অনুষ্ঠানে ইউএসএআইডি’র ফাইট স্লেভারি এন্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) এর সুসান স্টেম্পার বলেন, “বিদেশ যাওয়ার ক্ষেত্রে ১৩টি পদক্ষেপ অনুসরণ করতে হবে। বৈধ উপায়ে ও নিরাপদে বিদেশে যাওয়ার জন্য দক্ষতা প্রয়োজন, এছাড়াও গন্তব্য দেশের ভাষা ও রীতি-নীতি জানতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করে বিদেশ গেলে দেশ ও পরিবারের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হবে।”
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহীদ ইশরাক, ইউএসআইডির প্রতিনিধি এইচ এম নজরুল ইসলামসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২১ সালে ইউএসএআইডির অর্থায়নে শুরু হওয়া এফএসটিআইপি প্রকল্পটি বর্তমানে বাংলাদেশের ২৬ টি জেলার ১০১টি উপজেলার ৪২৪টি ইউনিয়নে চলমান রয়েছে।
পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বিদেশগামীদের সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করা। এই প্রকল্পের অধীনে তথ্য কেন্দ্রটি চালু করা হলো।