মাসের ১১ দিনে শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৫১৩ জন।
Published : 12 Nov 2024, 02:46 PM
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি মাসের ১১ দিনে জেলায় ৮ জনের মৃত্যু হল মশাবাহিত এ রোগে।
জেলা সিভিল সার্জন কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, সোমবার আনতাহেরা নামের ৬০ বয়সী এক বৃদ্ধা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, “আনতাহেরা ডেঙ্গু শক সিনড্রোম এবং কার্ডিওজেনেটিক শকে মারা গেছেন।“
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের ১১ দিনে চট্টগ্রাম জেলায় ৫১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫৬ জন নগরীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার।
এর আগে অক্টোবরে ডেঙ্গুতে জেলায় ৯ জন এবং সেপ্টেম্বরে ১১ জন ডেঙ্গুতে মারা যান।
চলতি বছর এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই নারী। ১১ জন পুরুষ এবং ৪ জন শিশু।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৪৮ জন।
অক্টোবর মাসে চট্টগ্রাম নগরীর সাতটি স্থানকে ডেঙ্গু সংক্রমণের জন্য অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যবিভাগ।
চিহ্নিত এলাকাগুলো হল- কোতোয়ালি, বাকলিয়া, বায়েজীদ, বন্দর, পাহাড়তলি, খুলশী ও চকবাজার।
এছাড়া ‘হলুদ’ জোন তথা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে আরও পাঁচটি এলাকা। সেগুলো হলো পাঁচলাইশ, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও এবং ডবলমুরিং।