পুলিশের ভাষ্য, ডাকাতদলের সদস্য রাশেদ নিজেদের মধ্যে গোলাগুলিতে মারা গেছেন।
Published : 09 Dec 2024, 11:30 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘গুলিবিদ্ধ হয়ে’ এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, নিহত রাশেদ ডাকাত দলের সদস্য; ‘নিজেদের মধ্যে গোলাগুলিতে’ তার মৃত্যু হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুজ্জামান নামে এক ব্যক্তি টাঙ্গাইল থেকে ব্যক্তিগত গাড়িতে করে চট্টগ্রাম আসছিলেন। রোববার রাত সাড়ে ৩টার দিকে পন্থিছিলা এলাকায় রড ছুড়ে গাড়িটির পথরোধ করেন ‘ডাকাতদলের তিন সদস্য’। তারা মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
গাড়িতে থাকা লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এবং টহল পুলিশ এগিয়ে আসেন। ডাকাতদলের সদস্যরা গুলি ছুড়ে পালানোর পর উরুতে গুলিবিদ্ধ অবস্থায় রাশেদকে উদ্ধার করা হয়।
ওসি বলেন, রাশেদকে উদ্ধার করে প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।