বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সাথে জড়িত থাকা রোজী কবির তিনবার জাতীয় সংসদ সদস্য ছিলেন।
Published : 13 Nov 2024, 02:06 PM
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন।
বুধবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর, পরিবারে তার দুই ছেলে ও দুই মেয়ে আছেন।
চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ভুগছিলেন রোজী কবির।
ঢাকা থেকে তার মরদেহ চট্টগ্রামে নেওয়া হয়েছে। বাদ আসর নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদে তার জানাজা হবে বলে ইদ্রিস আলী জানিয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সঙ্গে জড়িত থাকা রোজী কবির সংরক্ষিত নারী আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য হয়েছেন। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম নগর কমিটির সাবেক সভাপতি রোজী কবির মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারীসহ দলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) বোর্ড মেম্বার ছিলেন সাবেক এই এমপি।
রোজি কবিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
শোক বার্তায় তিনি বলেন, “বিএনপির রাজনীতিতে রোজী কবির ছিলেন একজন সৎ, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে চট্টগ্রামে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।“