ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে, বলেন থানার ওসি।
Published : 14 Oct 2024, 11:02 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ির পাশে গাছ থেকে মন্দিরের এক সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে বাড়বকুণ্ড মাহমুদাবাদ এলাকায় সুকুমার দাশ (৮০) নামে ওই সেবায়েতের লাশ উদ্ধার করা হয়।
তিনি বাড়ির কাছে নিজের প্রতিষ্ঠিত লোকনাথ সেবাশ্রমের সেবায়েত বলে স্থানীয়রা জানিয়েছেন। তার চার ছেলে ও চার মেয়ে আছে।
সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ির অদূরে পুকুর পাড়ের আমলকি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।