চট্টগ্রাম জেলায় চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে হয়েছে ১১ জন।
Published : 15 Sep 2024, 09:44 PM
চট্টগ্রামে ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু হয়েছে; চলতি বছরে জেলায় মশাবাহিত এ রোগে মৃত্যু বেড়ে হয়েছে ১১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেরিনা আকতার (৪৬) নামের এই নারী মারা যান।তিনি বায়েজিদ থানা এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলায় চলতি বছরে এ পর্যন্ত মোট ৮২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।