শুরুর আগেই শেষ স্টয়নিসের উইন্ডিজ সিরিজ

সাইড স্ট্রেইন থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2022, 11:04 AM
Updated : 3 Oct 2022, 11:04 AM

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মার্কাস স্টয়নিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে উঠতে না পারায় দুই টি-টোয়েন্টির লড়াই থেকে ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার।

গত সেপ্টেম্বরে নিউ জিল্যান্ড সিরিজের মাঝপথে সাইড স্ট্রেইন সমস্যায় পড়েন স্টয়নিস। পরে খেলতে পারেননি তিনি তৃতীয় ও শেষ ওয়ানডেতে। ভারত সিরিজেও তাকে রাখা হয়নি সতর্কতার অংশ হিসেবে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে আসছে লড়াইয়ের দলে শুরুতে ছিলেন স্টয়নিস। কিন্তু চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় এই সিরিজেও বাইরে থাকতে হচ্ছে তাকে।

গত তিন বছর ধরেই শরীরের দুই পাশের সাইড স্ট্রেইন চোট ভোগাচ্ছে স্টয়নিসকে। এবার এমন এক সময় তার চোট মাথাচাড়া দিয়েছে, যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে।

আগামী বুধবার মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ শুক্রবার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে তারা।