তিন ফিফটিতে তিনশ ছোঁয়া স্কোর গড়ল ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দল। জবাবে বাংলাদেশের যুবারাও করল তিনটি ফিফটি। কিন্তু বড় হলো না কারো ইনিংস। ফলে লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না তারা।
ভিজয়ওয়ারার মুলাপাড়ুতে চার দলের যুব ওয়ানডে সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দলের বিপক্ষে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। ৩১৮ রানের লক্ষ্যে ১৬ বাকি থাকতে ২২৫ রানে গুটিয়ে গেছে আহরার আমিনের নেতৃত্বাধীন দল।
চার ম্যাচে বাংলাদেশের যুবাদের তৃতীয় পরাজয় এটি। সমান ম্যাচে সবকটি জিতেছে স্বাগতিকদের 'এ' দল।
বড় লক্ষ্যে কখনোই জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি বাংলাদেশ। ত্রিশের আগে দুই ওপেনার জিসান আলম ও আশিকুর রহমান ফিরে যান ড্রেসিং রুমে।
চার নম্বরে নামা রিজান হোসেনও পারেননি তেমন কিছু করতে। একমাত্র জেতা ম্যাচে ৮৫* রানের ইনিংস খেলা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এই ম্যাচেও আসে ফিফটি।
দলকে একশ পার করিয়ে ৫১ রানে থামেন রিজওয়ান। ৮০ বলে ৪টি চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি। অধিনায়ক আহরার খেলেন ২ চার ও ৪ ছক্কায় ৫২ বলে ৫৪ রানের ইনিংস।
পরে মাহফুজুর রহমানের ২ চার ও ৫ ছক্কায় ৫৩ রানের ইনিংসে দুইশ পার করে বাংলাদেশ। যা স্রেফ পরাজয়ের ব্যবধানই কমায়।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন মুশির খান। দিপেন্দ্র সিং, নামান তিওয়ারি ধরেন ২টি করে শিকার।
ম্যাচের প্রথমভাগে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন আদার্শ সিং। ৭৭ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। মুশির খেলেন ৫৩ বলে ৭০ রানের ইনিংস।
শেষ দিকে প্রিয়ানশু মোলিয়া ৩৬ বলে ৬৫ রানের ঝড় তুলে দলকে তিনশ পার করান।
একই মাঠে বুধবার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে ভারত অনূর্ধ্ব-১৯ 'বি' দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দল: ৫০ ওভারে ৩১৭/৫ (আদার্শ ৯২, কুলকার্নি ১৯, উদয় ২৭, মুশির ৭০, দিগ্বিজয় ১৮, প্রিয়ানশু ৬৫*, আভানিশ ২১*; ইকবাল ৮-০-৫৫-০, রিজান ৯-১-৬৭-০, রাফি ৮-০-৬৪-১, পারভেজ ৯-১-২৮-১, মাহফুজ ১০-০-৫৬-১, ওয়াসি ৫-০-৩৯-০, জিসান ১-০-৬-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ২২৫ (আশিকুর ১৫, জিসান ২, রিজওয়ান ৫১, রিজান ১৪, আহরার ৫৫, শিহাব ১০, মাহফুজ ৫৩*; পারভেজ ০, ওয়াসি ৯, রাফি ২, ইকবাল ০; নামান ৮-০-৫১-২, দিপেন্দ্র ৬.২-০-৩০-২, মুশির ১০-১-৩১-৪, অভিষেক ১০-১-৪৫-১, পান্ডে ১০-১-৪৯-১, প্রিয়ানশু ৩-০-১৭-০)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ 'এ' দল ৯২ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুশির খান