আবার একশর নিচে গুটিয়ে গিয়ে হোয়াইটওয়াশড বাংলাদেশ

টানা তিন ম্যাচেই চরম ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 07:41 AM
Updated : 27 March 2024, 07:41 AM

ব্যাটিং দুর্দশার বৃত্ত ভেঙে বের হতে পারল না বাংলাদেশ। দুই ম্যাচেই ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর শেষ ম্যাচ থেকে ইতিবাচক কিছু পাওয়ার আশায় ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। হলো তার উল্টো। এবার আগের দুই ম্যাচের চেয়েও কম রানে শেষ তাদের ইনিংস। ছোট লক্ষ্যে অনায়াস জয়ে ব্যবধানটা আরেকবার বুঝিয়ে দিল অস্ট্রেলিয়া।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার বাংলাদেশকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

নিগারদের ৮৯ রানে আটকে রেখে বিশ্ব চ্যাম্পিয়নরা জিতে যায় স্রেফ ১৮.৩ ওভারেই।

স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপে শীর্ষস্থান আরও পোক্ত করল অ্যালিসা হিলির দল। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়ে গেল আগের মতোই সাতে।

এ নিয়ে দ্বিতীয়বার টানা তিন ম্যাচে একশ ছুঁতে ব্যর্থ হলো বাংলাদেশ। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের তিন ওয়ানডেতে ৯০ রানের আগেই গুটিয়ে গিয়েছিল তারা। 

প্রথম দুই ম্যাচের মতো শেষটিতেও মন্থর ও অসম বাউন্সের উইকেটে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ। প্রথম নয় ব্যাটারের মধ্যে স্রেফ দুজন ছুঁতে পারেন দুই অঙ্ক। দলের সর্বোচ্চ ১৬ রান আসে নিগার সুলতানার ব্যাটে।   

শেষ দুই ব্যাটার সুলতানা খাতুন ও মারুফা আক্তার ২৬ রানের জুটি গড়লে কিছুটা বাড়ে দলের স্কোর। এগারো নম্বরে নামা মারুফা আক্তার ১৪ বলে খেলেন ১৫ রানের অপরাজিত ইনিংস।  

টপ অর্ডারের ব্যর্থতা ঢাকতে সোবহানা মোস্তারির জায়গায় এই ম্যাচে সুযোগ দেওয়া হয় সুমাইয়া আক্তারকে। তাতে লাভ কিছু হয়নি। দ্বিতীয় ওভারে এলিস পেরির বলে দুর্বল লফটেড শটে ড্রেসিং রুমে ফেরেন সুমাইয়া। অভিষেকে শূন্য রানে আউট হওয়া বাংলাদেশের প্রথম ওপেনার ১৮ বছর বয়সী এই ব্যাটার।  

পরের ওভারে কিম গার্থের বলে স্লিপে ক্যাচ দেন আরেক ওপেনার ফারজানা হক। দুঃস্বপ্নের মতো কাটানো সিরিজের শেষটিতে স্রেফ ৮ রান করেন অভিজ্ঞ ব্যাটার।

দলের সবচেয়ে বড় ভরসার জায়গা ছিলেন তিনি। কিন্তু তিন ম্যাচে তার সংগ্রহ মোট ১৫ রান।  

তিন নম্বরে নামা মুর্শিদা খাতুন চাপ দূর করতে কিছু শট খেলার চেষ্টা করেন। কিন্তু সফল হননি। পেরির বলে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন বাঁহাতি ব্যাটার। এরপর টিকতে পারেননি রিতু মনি, ফাহিমা খাতুনরা। স্রেফ ৩২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। 

স্বর্ণা আক্তারের সঙ্গে ২১ রানের জুটি গড়ে দলকে পঞ্চাশ পার করান নিগার। গার্থের শর্ট ডেলিভারি পুল করে বাউন্ডারি মারেন বাংলাদেশ অধিনায়ক। পরে সোফি মলিনিউকে অন ড্রাইভে মারেন আরেকটি চার।  

তবে লম্বা হয়নি তার ইনিংসও। সোফি মলিনিউয়ের টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় পরাস্ত হন নিগার। উইকেটরক্ষকের গ্লাভসে বল জমা পড়তেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। নিগারকে খুব সন্তুষ্ট মনে হয়নি সেই সিদ্ধান্তে, নন-স্ট্রাইকে থাকা স্বর্ণার অভিব্যক্তিতেও ফুটে ওঠে বিস্ময়।

অধিনায়কের বিদায় দিয়ে ফের নামে ধস। স্রেফ ১০ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা।

শেষ উইকেটে ইনিংসের সর্বোচ্চ জুটি গড়েন সুলতানা ও মারুফা। ২ চারে ১১ বলে ১০ রান করেন সুলতানা। 

স্পিন সহায়ক উইকেটেও তিনটি উইকেট নেন একাদশে ফেরা পেসার গার্থ। অফ স্পিনার অ্যাশলি গার্ডনার যথারীতি দারুণ বোলিংয়ে শিকার করেন তিন উইকেট।

ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায় প্রথম ইনিংসেই। রান তাড়ায় খুব একটা সময় নেননি অস্ট্রেলিয়ানরা।

শুরু থেকেই ইতিবাচক ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন অ্যালিসা হিলি। তবে কিছুটা ভোগেন ফিবি লিচফিল্ড। চতুর্থ ওভারে নাহিদার বলে তাকে স্টাম্পিং করার সহজ সুযোগ ছাড়েন নিগার।  

জীবন পেয়ে অবশ্য বেশি দূর যেতে পারেননি লিচফিল্ড। সুলতানার দারুণ ফিরতি ক্যাচে আউট হন ২৭ বলে ১২ রান করা ওপেনার।  

ততক্ষণে ২৪ বলে ৩১ রান করে ফেলেন হিলি। সপ্তম ওভারে সুলতানার বলে দুই চারের পর ছক্কা মারেন অস্ট্রেলিয়া অধিনায়ক। সুলতানার আগের ওভারে তিনি মারেন ম্যাচের প্রথম ছক্কা। 

 দলের পঞ্চাশ পূর্ণ হওয়ার পর ফেরেন হিলি। ৪ চার ও ২ ছক্কায় ৩৪ বলে তিনি করেন ৩৩ রান।

এরপর বেথ মুনির সঙ্গে ৩৪ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজ সারেন পেরি।  

উনিশতম ওভারে একমাত্র পেসার মারুফাকে বোলিংয়ে আনেন নিগার। তার তৃতীয় বলে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন পেরি। ৪ চারে ২৮ বলে ২৭ রান করেন তিনি। মুনি খেলেন ২২ বলে ২১ রানের ইনিংস। 

মেগান শুটের বিশ্রামে একাদশে সুযোগ পেয়ে দারুণ বোলিং করে ম্যাচের সেরা কিম গার্থ। সিরিজে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি দুই ইনিংসে ৫২ রান করে সিরিজ সেরা অ্যাশলি গার্ডনার।

একই মাঠে আগামী রোববার শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ: ২৬.২ ওভারে ৮৯ (ফারজানা ৫, সুমাইয়া ০, মুর্শিদা ৮, নিগার ১৬, রিতু ১, ফাহিমা ০, স্বর্ণা ১০, রাবেয়া ৪, নাহিদা ০, সুলতানা ১০, মারুফা ১৫*; গার্থ ৭-৪-১১-৩, পেরি ৪-১-১৭-২, সাদারল্যান্ড ২-০-৭-০, মলিনিউ ৭-২-২৩-২, গার্ডনার ৬.২-০-২৫-৩) 

অস্ট্রেলিয়া: ১৮.৩ ওভারে ৯৩/২ (হিলি ৩৩, লিচফিল্ড ১২, পেরি ২৭*, মুনি ২১*; সুলতানা ৬-১-৩৫-১, নাহিদা ৬-০-২৫-০, রাবেয়া ৫-১-২১-১, ফাহিমা ১-০-৭-০, মারুফা ০.৩-০-৫-০) 

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: কিম গার্থ।

প্লেয়ার অব দা সিরিজ: অ্যাশলি গার্ডনার।