বিপিএলের সতীর্থ ইফতিখার আহমেদের কাছ থেকে পিএসএলে দল পাওয়ার আগাম সুখবর পেয়ে গিয়েছিলেন নাহিদ রানা, তবে ড্রাফট থেকে তাকে নিয়েছে অন্য দল।
Published : 16 Jan 2025, 04:27 PM
প্লেয়ার্স ড্রাফটের আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ার সম্ভাবনার কথা জেনে গিয়েছিলেন নাহিদ রানা। তবে যে দল থেকে আভাস পেয়েছিলে তিনি, ড্রাফটে তাকে নিয়েছে অন্য দল। রংপুর রাইডার্স সতীর্থ ইফতিখার আহমেদ ড্রাফটের আগে নাহিদকে বলেছিলেন, তাকে দলে পেতে আগ্রহী মুলতান সুলতান্স। তবে বাংলাদেশের গতি তারকাকে শেষ পর্যন্ত নিয়েছে বাবর আজমের পেশাওয়ার জালমি।
গত অগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যেভাবে গতির ঝড় তুলেছেন নাহিদ, তার প্রতি পাকিস্তান ক্রিকেটের বাড়তি নজর থাকারই কথা। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি আরও দুর্দান্ত বোলিং করেন। চলতি বিপিএলেও শুরুর কয়েক ম্যাচে তিনি উপহার দেন আগুনঝরা বোলিং।
বিপিএলে এবারই প্রথম রংপুরের জার্সিতে খেলছেন নাহিদ ও ইফতিখার। মুলতান সুলতান্সের ক্রিকেটার ও শুভেচ্ছাদূত ইফতিখার আগেই তাদের আগ্রহের কথা জানিয়ে রেখেছিলেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলারকে।
তবে ড্রাফটের টেবিলে গোল্ড বিভাগ থেকে প্রথম ডাকে স্থানীয় পেসার মোহাম্মদ হাসনাইনকে দলে নেয় মুলতান। ওই ডাকে নিজেদের সুযোগ আসতেই নাহিদকে নিয়ে নেন পেশাওয়ার। বাংলাদেশ তরুণ পেসারকে তখন 'স্পিডস্টার' হিসেবে উল্লেখ করেন দলটির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার রংপুরের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে নাহিদ জানান তার পিএসএলে দল পাওয়ার পেছনের গল্প।
“উনার (ইফতিখার আহমেদ) সঙ্গে পিএসএল ড্রাফটের আগে কথা হয়েছিল। উনি বলছিলেন যে, ‘আমাদের দলে তোমাকে নেওয়ার কথা চলছে।‘ তারপরে তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে উনি বলেছিলেন, উনার দলে নেবে। শেষপর্যন্ত বাবর ভাইয়ের দলে নিয়েছে। যেটা হয়েছে, আলহামদুলিল্লাহ্।”
এক বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী পেসার। পিএসএল খেলতে গেলে বাবর ছাড়াও মোহাম্মদ হারিস, করবিন বশ, নাজিবউল্লাহ জাদরানরা থাকবেন নাহিদের সতীর্থ হিসেবে।
তবে আন্তর্জাতিক ব্যস্ততা, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও অন্যান্য বাস্তবতা মিলিয়ে আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নাহিদের ছাড়পত্র পাওয়া হবে অনেক কঠিন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
তবে ভবিষ্যৎ একপাশে রেখে আপাতত দল পাওয়ার আনন্দই বড় নাহিদের।
“একটা সুযোগ যে কোনো ক্রিকেটারের জন্য অনেক কিছু। ছোট সুযোগ ক্রিকেটারের জীবনের অনেক কিছু বদলে দিতে পারে। আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি। আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। এটাকে বড় সুযোগ হিসেবে দেখছি।”