উইমেন’স অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ।
Published : 22 Jan 2025, 01:05 PM
বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য দিনটি দারুণ। সকালে ওয়েস্ট ইন্ডিজ থেকে জাতীয় দলের দারুণ জয়ের সুখবর নিয়ে শুরু হয়েছিল সকাল। পরে মালেয়েশিয়ায় প্রত্যাশিত জয় দিয়ে পরের পর্বে পা রাখল অনূর্ধ্ব-১৯ দল।
আইসিসি উইমেন’স অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ১৭ রানে হারাল বাংলাদেশ।
টুর্নামেন্টের আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ এ দিন একটু উন্নতির ছাপ রাখে। ২০ ওভারে তোলে তারা ১২০ রান। স্কটিশদের ইনিংস শেষ হয় ১০৩ রানে।
এক পর্যায়ে যদিও স্কটিশদের রান ছিল ২ উইকেটে ৬৯। তবে ওভারপ্রতি রানের সমীকরণ ততক্ষণে তাদের জন্য ছিল অনেক কঠিন। বাংলাদেশের বোলার-ফিল্ডাররাও জ্বলে ওঠে ওই সময়ে। ৩৪ রানের মধ্যে ৬ উইকেট নিয়ে তারা নিশ্চিত করে জয়।
প্রথম ম্যাচে নেপালের সঙ্গে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারলেও বাংলাদেশের সুপার সিক্সে ওঠা নিয়ে সংশয় বেশি ছিল না। এই জয়েই সেই আনুষ্ঠানিকতা সেরে নিল দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ধাক্কা খায় ম্যাচের দ্বিতীয় বলেই। শূন্য রানে আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া রান আউট হন ১২ বলে ১৪ করে। টিকতে পারেননি সাদিয়া ইসলাম্ (৬)।
তিনে নামা জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও চারে ২০ রান করেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচে ২৯ রান করা আফিয়া আশিমা এবার একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ২১।
তবু একশ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল দল। ৭ উইকেট পড়েছিল ৮৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার এ দিন ব্যাটিং অর্ডারে একটু নিচে নেমে খেলেন সাত নম্বরে। অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ১২০ রানে নিয়ে যান তিনি।
বোলিংয়ে নেমে স্কটিশদের দুই ওপেনারকে দ্রুতই ফেরায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। তবে রান রেটের দাবি পুরোপুরি মেটাতে পারেননি দুজন।
বিশেষ করে মুইর দুটি ছক্কা মারার পরও ২২ রান করতে বল খেলেন ৩২টি। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা।
ভরসা হয়ে থাকা স্প্রাউলকে বোল্ড করে দেন আনিসা আক্তার সোবা। চারটি চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন এই কিপার-ব্যাটার। স্কটিশদের পরের ছয় ব্যাটারের কেউ পাঁচ রানের বেশি করতে পারেননি
বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার সোবা চার উইকেট নিয়ে স্বীকৃতি পান ম্যাচ-সেরার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৯ (সুবর্ণা ০, ছোঁয়া ১৪, জুয়াইরিয়া ২০, সাদিয়া ৬, আফিয়া ২১, জান্নাতুল ১, সুমাইয়া ২৮*, সাদিয়া ০, হাবিবা ৮, নিশিতা ১; ফন্টেনলা ৪-১-১৬-১, বল্ডি ৩-০-১৭-১, নাঈমা ৪-০-১৫-২, ম্যাককোল ৪-০-২৪-১, ম্যাকেইরা ৩-০-২৭-২, স্পিডি ২-০-১৮-০)।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৮ (কেলি ৮, ওয়ালসিংহ্যাম ১১, স্প্রাউল ৪৩, মুইর ২২, নাঈমা ১, বল্ডি ৪, ফন্টেনলা ১, স্পিডি ৫, ম্যাকেইরা ২*, ম্যাককোল ০*; নিশিতা ৪-০-৩০-১, ছোঁয়া ৪-০-১৭-০, আনিসা ৪-১-২৫-৪, জান্নাতুল ৪-০-১৩-০, হাবিবা ৪-০-১৬-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: আনিসা আক্তার সোবা।