কাবুল প্রিমিয়ার লিগে দুর্নীতির দায়ে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেলেন ইহসানউল্লাহ জানাত।
Published : 07 Aug 2024, 06:50 PM
ঘরোয়া ক্রিকেট লিগে দুর্নীতির দায়ে বড় শাস্তি পেলেন ইহসানউল্লাহ। আগামী পাঁচ বছর কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না আফগানিস্তানের টপ-অর্ডার ব্যাটসম্যান।
আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার ইহসানউল্লাহর শাস্তির খবর জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছর কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছেন ইহসানউল্লাহ। যে ধারায় ম্যাচের ফলাফল নির্ধারণে অবৈধ প্রভাব রাখার কথা বলা আছে।
নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। একই বিবৃতিতে ইহসানউল্লাহ ছাড়াও আরও তিন ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চলার কথা জানিয়েছে এসিবি।
২০২৪ সালের কাবুল প্রিমিয়ার লিগে শামশাদ ঈগলসের হয়ে ৪ ম্যাচে ৭২ রান করেন ইহসানউল্লাহ। আসরে পাঁচ ম্যাচে মাত্র একটি জিতে ছয় দলের মধ্যে সবার নিচে থেকে বিদায় নেয় শামসাদ ঈগলস।
আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২০টি ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ। ২০১৭ সালে ওয়ানডে অভিষেক থেকে এই সংস্করণে ১৬ ম্যাচ খেলে তার সংগ্রহ ৩০৭ রান। এছাড়া তিন টেস্টে ১১০ ও একমাত্র টি-টোয়েন্টিতে ২০ রান করেন তিনি।
২০২২ সালের জুনে সবশেষ আফগানিস্তানের হয়ে খেলেন তিনি।